মানুষ্য মানবতা সব সময়ই ছদ্দবেশী ভদ্র লোকের কাছে সকালের নাস্তা...........
ওকে চিবিয়ে চিবিয়ে খাবে কিন্তু এক বেলায় শেষ করবে না....
নিজেকে কি মনে কর তুমি? তুমিই কি পৃথিবীর প্রথম মানুষ?তুমিই কি পৃথিবীর শেষ মানুষ?
তোমার আগে পরে কিউ কি আসেনি বা আসবে না?
অথচ দেখো তোমার আগে প্রানী জগতের অনেক মহা-শক্তি শালী প্রানীর অস্তিত্ব এই ভূমন্ডল থেকে এমন ভাবে বিলীন হয়েছে যে এখন তাদের অস্তিতের অবস্থান নির্নয় করা কঠিন...
তোমাদের জ্ঞাতব্য আছে কি? বৈজ্ঞানিক মতে পৃথিবীর বয়স কিন্তু প্রায় ১৫ হাজার কোটি বছরের বেশি....।
কিসের এত বড়াই তোমার, তোমার অর্থ-প্রত্তির, যৌবনের,রূপের,নাকি ক্ষমতার...
এগুলো তোমার কোন কাজেই আসবে না কারন নবমন্ডলের যাত্রা কালে তোমার স্বত্যাই কেবল প্রবেশ যোগ্য। আর বাকি থাকলো অবশিষ্ট দেহবাশেষ যা কিনা ভূমন্ডলের পরিবেশ রক্ষার্থে বিলিন করা হবে। শেষ সম্বল বলতে তোমার সমপরিমান মাটির ঘর এবং কয়েক টুকরো সাদা মার্কিন কাপড় যাও কি না ক্ষানিকের জন্য....
নিজের প্রভাব-প্রতিপত্তির বলে যাদের সাথে অন্যায়, জুলুম, অসদাচরণ করছো চোখ বন্ধ করে দেখো কিছু ক্ষন পর হয়তো তোমার জীবন বিয়োগে লাশের বহনকারী খাটিয়ার মানুষটি সেও হতে পারে.........
প্রানী জগতের সবচেয়ে সুবিশাল শক্তিশালী প্রানী হওয়া সত্যেও অনেক সময় তুমি ছোট পিঁপিলিকার কাছে নিষ্ঠুর এবং অবমানাকর হার মান পারো....
তুমি ক্ষমতার পাহাড় থাকলেও নিজেকে অনন্ত কাল ব্যাপিয়া জীবন্ত রাখতে পারবে না।
কারন বেঁচে থাকা কঠিন মৃত্যই বরং সহজ-সরল প্রকৃতির...
তোমার ক্ষমতা শিস্যে অবস্থান করলেও বিধাতার নিয়মেয সৃষ্টি কর্তার বিচারের মুখমুখি তোমাকে হতেই হবে....
মনে রেখ বিধির বিচার কিন্তু নিরপেক্ষ এবং ন্যায়সঙ্গত। তিনি পক্ষ্যপাতুল্য আচরন করে না।তিনি বিচারের সময় কারো প্রতি অবহেলা বা অবিচার করেন না যথা উপযুক্ত বিচার করেন.
"তারা কি এটা ভেবে বসে আছে যে, তাদের কর্মকান্ডের জন্য বিচারের মুখোমুখি হতে হবে না? "
,,,,,,আল কোরআন,,,,
Comments
Post a Comment